বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসক (যুগ্মসচিব) কাজী আশরাফ উদ্দীন এ সেন্টারের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ নেওয়াজ, সহকারী কমিশনার (ভূমি) মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, ডিজিটাল সেন্টারের পরিচালক মেহেদী হাসান হাসিব প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ডিজিটাল সেন্টারটি এ অঞ্চলের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, কৃষিসহ বিভিন্ন উন্নয়নে ভূমিকা রাখবে। পরে জেলা প্রশাসক পল¬ী সঞ্চয় ব্যাংক (একটি বাড়ি একটি বাড়ি প্রকল্প) নতুন ভবনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্ল¬ী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, প্রকল্প সমন্বয়কারী নূরে তানজিলা প্রমুখ।