শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহী গোদাগাড়ী নির্বাচন সার্ভার স্টেশন পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) জাবেদ আলী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাচন সার্ভার স্টেশনে আসেন তিনি।
পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ নেওয়াজ, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান, বোয়ালিয়া নির্বাচন কর্মকর্তা শাহনাজ পারভীন প্রমুখ।
নির্বাচন কমিশনার পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, মানুষ সচেতন হলে নির্বাচনী ব্যয় কমে যাবে। আর বেঁচে যাওয়া অর্থ দেশের অন্য উন্নয়ন খাতে কাজে লাগবে। দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় হয়েছিল ৩৩২ কোটি টাকা। এর মধ্যে ১৯৯ কোটি টাকা ব্যয় করা হয় আইন শৃঙ্খলা খাতে। প্রতিটি নির্বাচন সম্পর্কে মানুষ সচেতন হলে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ বজায় রাখা সম্ভব হবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও। যা বিশ্বের উন্নত দেশের নির্বাচন ব্যবস্থা ভালো বলে তেমন নির্বাচনী ব্যয় হয় না। বাংলাদেশও উন্নত দেশগুলির মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।