গোদাগাড়ী পৌর আ’লীগ সভাপতির পিতার মৃত্যুতে সাংসদসহ বিভিন্ন ব্যক্তির শোক

আপডেট: জানুয়ারি ২৭, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি


রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাসের পিতা হুমায়ন বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। গত বুধবার দিবাগত রাত ১২ টায় সারাংপুরস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে হুমায়ন বিশ্বাস মারা যান।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় তাকে সারাংপুর গোরস্থানে দাফন করা হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, জেলা আওয়ালীমীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর সাধারণ সম্পাদক রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আসাদ, জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক খালেদ ওয়াসিস কেটু, উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগ সভাপতি অধ্যাপক আকবর আলী, গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতা, সাধারণ সম্পাদক জামিল আহমেদ প্রমুখ। পৃথক বিবৃতিতে তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।