সোমবার, ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা রুহুল আমিন আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল রোববার বিকাল ৪টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় আওয়ামী লীগের এক সভায় তিনি যোগদান করেন।
এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ফুলের তোড়া দিয়ে ইউপি চেয়ারম্যান রুহুল আমিনসহ ৪ ইউপি সদস্যকে (মেম্বার) আওয়ামী লীগে যোগদান করে নেন।
ইউপি সদস্যরা হচ্ছেন ৩ সংরক্ষিত ওয়ার্ডের মুরশেদা বেগম, ৩ নম্বর ওয়ার্ডের সোহরাব হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের শওকত আলী ও ৮ নম্বর ওয়ার্ডের খাইরুল ইসলাম। যোগদান করে ইউপি চেয়ারম্যন রুহুল আমিন বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। বঙ্গবন্ধুর আদেশে অনুপ্রাণিত হয়ে ও শেখ হাসিনার সরকারের উন্নয়নের অংশীদারিত্ব হতে আওয়ামী লীগে যোগদান। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বর্ক্তৃতায় সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, আওয়ামী লীগ একটি আদর্শিক দল। সব সময় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের উন্নয়ন করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। দেশের সব মানুষকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যম আয়ের দেশ গড়ে তুলতে চায়। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে যোগদান সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী বিশ্বাস, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান, প্রচার সম্পাদক ও গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগ সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ মোশারফ বাবু। প্রসঙ্গ ২০১৬ সালে ইউপি নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন রুহুল আমিন।