গোদাগাড়ী সীমান্তে হেরোইন উদ্ধার

আপডেট: জানুয়ারি ২, ২০১৭, ১২:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহীতে গোদাগাড়ী উপজেলায় দুই কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার উপজেলার দিয়াড়মানিকচক সীমান্ত থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়।
গতকাল রোববার বিকেলে বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত থেকে হেরোইন পাচার করে আনার গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের পোলাডাঙা সীমান্ত ফাঁড়ির একদল বিজিবি সদস্য গোদাগাড়ীর দিয়াড় মানিকচক সীমান্তে অভিযান চালায়।
এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে হেরোইন ফেলে চোরাচালানীরা পালিয়ে যায়। পরে সীমান্ত পিলার ৩৭/১-এস (জিআর-২৭১০২২, মানচিত্র ৭৮ ডি/৭) থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় দুই কেজি ২০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৪৪ লাখ টাকা। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ