সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মাওলানা ক্যানেল এলাকায় পদ্মা নদীর চর থেকে হেরোইনগুলো জব্দ করা হয়।
বিকেলে বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হেরোইন চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল পদ্মা নদীর চরে অভিযান চালায়। এ সময় চোরাচালানীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে হেরোইন ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে দুই প্যাকেটে ২০০ গ্রাম হেরোইন জব্দ করে বিজিবি।
তিনি আরও জানান, জব্দ করা হেরোইনের দাম আনুমানিক চার লাখ টাকা। আর এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।