গোপন বৈঠককালে দুই শিবির নেতা গ্রেফতার

আপডেট: আগস্ট ১৩, ২০১৭, ১২:২৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


নগরীতে গোপন বৈঠকের অভিযোগে দুই শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর পাঁচটায় নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চকশিবপুর গ্রামের খয়বার রহমানের ছেলে আতাউর রহমান (২০) এবং চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ইসলামপুর গ্রামের এনামুল হকের ছেলে জহিরুল ইসলাম (২০)।
এরা দুজনই রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থী। এদের মধ্যে আতাউর শিবিরের আইএইচটি শাখার সাংগঠনিক সম্পাদক এবং জহিরুল কর্মী সংগ্রহ উপসম্পাদক।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতরা ওই মেসের আবাসিক শিক্ষার্থী। সেখানেই তারা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোরে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) আবু হায়দার বাদি হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় অজ্ঞাত আরো কয়েকজনের নাম রয়েছে। দুপুরের পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ