বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১২ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা ফার্মে গুলিতে নিহত সাঁওতালদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও সংহতি সমাবেশ কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
কর্মসূচিতে নিহত শ্যামল হেমব্রমের স্ত্রী সোনামুনি কিসপট্টা, ছেলে সাগর হেমব্রম ও সনাতন হেমব্রম মোমবাতি প্রজ্জ্বলন করে কর্মসূচির উদ্বোধন করেন। জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বিচিত্রা তিরকির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক টুনু পাহান, নিহত শ্যামল হেমব্রমের স্ত্রী সোনামনি কিসপট্টা, বন্ধু বিসপ হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ পাহান, সহসাধারণ সম্পাদক মানিক রায়সহ অন্যরা। এসময় সংহতি জানিয়ে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক আবু হাসিব, থিয়েটার চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক শাহজাহান প্রামাণিক, চাঁপাইনবাবগঞ্জের প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি আলীউজ্জামান নূর, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বাগদা ফার্মে সাঁওতালদের গুলি করে হত্যা, নির্যাতন, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুণ্ঠনের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানান।