গোমস্তাপরে সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক বিশ্বাসের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট: মার্চ ২১, ২০২৪, ১০:০৯ অপরাহ্ণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা,১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক বিশ্বাসের ২৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া পারিবারিকভাবে কুরআনখানি ও এতিমখানায় ইফতারের আয়োজন করা হয়।

গোমস্তাপরে সাবেক চেয়ারম্যান বৃহস্পতিবার ( সকালে বিশ্বাসপাড়াস্থ মরহুমের পারিবারিক গোরস্থানে কবর জিয়ারতের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও মরহুমের ছেলে গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, বাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর কাউন্সিলর মুহসিন আলী, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মুক্তাদির বিশ্বাস, শহিদুজ্জামান আনসারি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বাবুসহ অন্যরা । এরআগে মরহুমের বাড়িতে কুরআন খানি ও বিশ্বাসপাড়া এতিমখানায় ইফতার বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ