শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা বেলালবাজারে গতকাল সোমবার ভোরে অগ্নিকা-ে ৫টি দোকান ভষ্মিভুত হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার ভোরে উপজেলার চৌডালা বেলালবাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে স্থানীয়রা রহনপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত দোকানিরা হলেন, চায়ের দোকানদার চুটু মিয়া ও সাইফুল, মুদি দোকানি জুয়েল আলী ও আব্দুস সালাম এবং তেল ব্যবসায়ী শফিকুল। অগ্নিকা-ে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা জানান। এদিকে ক্ষতিগ্রস্ত দোকানিরা সরকারি সাহায্য আশা করছেন।