গোমস্তাপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট: নভেম্বর ১২, ২০২৪, ১০:১৯ অপরাহ্ণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা এলাকার আমবাগান পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় । তবে অজ্ঞাত লাশটি পরিচয় কেউ শনাক্ত করতে পারিনি।

স্থানীয় এক ব্যক্তি সিফাত জানায়, মঙ্গলবার বিকেলে ওই এলাকার আমবাগানে ওই ব্যক্তির লাশ দেখতে পায় এলাকার লোকজন। পরে তারা ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে। তবে স্থানীয়ভাবে কেউ ওই ব্যক্তি পরিচয় জানতে পারেন নি।

তিনি জানান, মৃত অজ্ঞাত ওই ব্যক্তির বয়স ৬০-৬৫ বছর হতে পারে। পরনে পাঞ্জাবী ও লুঙ্গি পড়ে ছিলেন বলে তিনি জানান।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিম জানান, অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে।