গোমস্তাপুরে অস্ত্র ও ফেন্সিডিলসহ আটক এক

আপডেট: জানুয়ারি ৩, ২০২৪, ৯:৪২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের আলীনগর ইউনিয়নের ইমামনগরে অভিযান চালিয়ে অস্ত্র ও ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাবের সদস্যরা। বুধবার (৩ জানুয়ারি) র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটককৃত হলেন, গোমস্তাপুরের ইমাম নগর এলাকার একরামুল হক এর ছেলে সামিন আলী (৩৫)। র‌্যাব জানায়, সামিন আলীর থেকে একটি ওয়ান শুটারগান, ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ