বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রান তহবিলের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৭ টি পরিবার মধ্যে এই চেক বিতরণ করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন।
চেক বিতরণ পূর্বে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান।
উল্লেখ্য মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় প্রাকৃতিক দুর্যোগে সাপে কামড়ে দু’জন ও পানিতে ডুবে মারা যাওয়া একজনকে ২০ হাজার টাকা মোট ৬০ হাজার টাকাসহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪ টি পরিবারকে ৭ হাজার টাকা করে মোট ২৮ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে।