গোমস্তাপুরে আসামি ছিনতাই: ওসিসহ পুলিশের ৭ সদস্য ক্লোজড

আপডেট: নভেম্বর ৪, ২০২৪, ১২:১০ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসিসহ সাত পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। জেলা পুলিশ সুপার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সাত পুলিশ সদস্য হলেন- গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, তিন উপ-পরিদর্শক (এসআই) তারিফ, দেলোয়ার ও আবুল কালাম আজাদ এবং চার কনস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক।

পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি সন্তোষপুর বাজারে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু রহমানকে গ্রেপ্তার করতে যান পুলিশের আট সদস্য। এসময় আওয়ামী লীগ নেতার কর্মী-সমর্থকরা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যান।

এতে চার পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় যথেষ্ট প্রস্তুতি ও অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সাত পুলিশ সদস্যের ব্যাপারে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নতুন ওসি হিসেবে গোমস্তাপুর থানায় পদায়ন করা হয়েছে সদর সার্কেল অফিসের কর্মকর্তা খাইরুল বাশারকে।
আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় যৌথবাহিনী পরে ১৩ জনকে গ্রেপ্তার করে।
তথ্যসূত্র: বাংলানিউজ