বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভবন নির্মাণ বিষয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুকবার বিকেলে বোয়ালিয়া বালিকা বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান আকবরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান লালু, শফিকুল আমিন, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী, সাবেক অধ্যাপক আজিজুর রহমান, সাবেক অধ্যক্ষ আবদুর রশিদ, ইউপি সদস্য মোস্তফা কামাল প্রমুখ। মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের জমির মামলা নিস্পত্তি করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত নেয়া হয়।