শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জামালউদ্দিন মন্ডলকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রোববার দুপুরে জেলা সদর চাঁপাইনবাবগঞ্জের মাছপট্টি এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার কর্মী সমর্থকরা গোমস্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে। ফলে কিছু সময়ের জন্য রহনপুর-গোমস্তাপুর-কানসাট ও রহনপুর-গোমস্তাপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দিলে পুনরায় সড়ক দুইটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এএসপি নুরে আলম জানান, তার বিরুদ্ধে দায়েরকৃত সাম্প্রতিক হত্যা মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে র্যাব তাকে আটক করে। সন্ধ্যায় র্যাব তাকে গোমস্তাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) এসএম জাকারিয়া জানান, দুপুরে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল তাকে চাঁপাইনবাবগঞ্জের মাছপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে।