বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ইং, ২৮ অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
গামস্তাপুরে ইয়াবসহ গ্রেফতরাকৃতরা-সোনার দেশ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৯ শ পিস ইয়াবাসহ ২জনকে আটক করেছে থানা পুলিশ। রোববার (১০ নভেম্বর)দুপুর ২টার দিকে গোমস্তাপুর বাজার অটোস্ট্যান্ড মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. শামীম হোসেন জানান, রোববার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল গোমস্তাপুর বাজার অটোস্ট্যান্ড মোড়ে অভিযান চালায়। এসময় শিবগঞ্জ উপজেলার গুপ্তমানিক গ্রামের আরমান আলীর ছেলে মো. সেলিম (৩৫) ও মোবারকপুর রনীবাজার এলাকার একরামুল হকের ছেলে মো. বাবুল হোসাইনকে (৩৪) ৯ শ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি (তদন্ত) মো. শামীম হোসেন জানান।