গোমস্তাপুরে এমপি জিয়াউর রহমানকে সংবর্ধনা

আপডেট: মার্চ ২২, ২০২৩, ১:০৯ অপরাহ্ণ


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সংসদ সদস্য জিয়াউর রহমানকে সংবর্ধনা দিলেন গোমস্তাপুর নাচোল, ভোলাহাট উপজেলার ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) সংগঠন। মঙ্গলবার (২১ মার্চ) রাতে বেগমকাচারীস্থ সংসদ সদস্যের কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক। বক্তব্য দেন, সংবর্ধিত সংসদ সদস্য জিয়াউর রহমান, সংগঠনের গোমস্তাপুর প্রতিনিধি উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকীব উদ্দিন ও তৌহিদুল ইসলাম, নাচোল প্রতিনিধি রাকীবুল হাসান ও ভোলাহাট প্রতিনিধি আবুল কাশেম।

এ সময় রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান ও জেলা পরিষদের সদস্য কবির আহমেদ খান উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য জিয়াউর রহমানকে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সদস্যরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ