বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে গতকাল মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি ডা. ইয়াসিন আলী । প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বাইরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আলমগীর কবির। বক্তব্য দেন, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম প্রধান শিক্ষক আলাউদ্দিন, সাদা মনের মানুষ দইওয়ালা জিয়াউল হক, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সাবেক শিক্ষক সেতাবউদ্দিন সাংবাদিক আতিকুল ইসলাম আজম প্রমূখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।