গোমস্তাপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

আপডেট: মার্চ ৭, ২০২৪, ১০:১৬ অপরাহ্ণ


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নানা কর্মসূচী পালন করে। উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ৭ মার্চের ভাষন, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্যের পক্ষে দলীয় নেতাকর্মী, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠন।

পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, তাজুল ইসলাম সোনার্দী, সাবেক কমান্ডার মোস্তফা কামাল, সাবেক অধ্যক্ষ মহসিন আলী, জেলা পরিষদের সাবেক সদস্য হালিমা খাতুনসহ অন্যরা। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কর্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।

বিকেলে ডাকবাংলো চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য দেন রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য হালিমা খাতুন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বুলেটসহ অন্যরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ