গোমস্তাপুরে ওএমএস চাল বিক্রি শুরু

আপডেট: জানুয়ারি ১৩, ২০২৫, ৯:১৫ অপরাহ্ণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খোলাবাজার ওএমএস’র মাধ্যমে চাউল বিক্রি শুরু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) উপজেলা সদর রহনপুরের দুটি স্থানে এই বিক্রি কার্যক্রম শুরু হয়। ৩০ টাকা কেজি ধরে একজন ভোক্তা পাচ্ছেন ৫ কেজি করে চাউল।

সকালে এই বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক উজ জামান। এ সময় খাদ্য পরিদর্শক সামিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ট্যাগ কর্মকর্তা সেরাজুল ইসলাম, ওএমএস ডিলার মোজাজ্জেল হক ও আবুল কাশেম উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক উজ জামান জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের সহযোগিতায় রহনপুর পৌর এলাকার স্টেশন চাউলপট্টি ও নুনগোলা বাসস্ট্যান্ডে দুই ডিলারকে ১ মে.টন করে মোট ২ মে.টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই ডিলাররা ৪০০জন ভোক্তার কাছে চাউল বিক্রি করবে।

পরবর্তীদিন কলেজ মোড়সংলগ্ন কাঠিয়াপাড়া ও রহনপুর বড় বাজারে টিপু প্রভেসর বাড়ির পাশে মসজিদ সংলগ্নস্থানে স্থানে একই ভাবে ডিলার চাউল বিক্রি করবে বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ