গোমস্তাপুরে কাব ক্যাম্পুরির উদ্বোধন

আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ১:০৬ পূর্বাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তিন দিনব্যাপী ৮ম উপজেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার রহনপুর ইউসুফ কলেজ মাঠে এ ক্যাম্পুরির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস।
এ উপলক্ষে আয়াজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটের সভাপতি ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ মাহমুদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনসুর রহমান। উপজেলার ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪৬ জন কাব স্কাউট ও ৪১ জন কাব লিডার ক্যাম্পুরিতে অংশ নিচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ