বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাষি পর্যায়ে উন্নয়মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ (২য় পর্যায়) প্রকল্পের কৃষক প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কৃষক প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ উপ পরিচালক সাজদার রহমান। বিশেষ অতিথি অতিরিক্ত উপ পরিচালক (শষ্য) বেলাল হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শরিফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণে মোট ৮০ জন বোরো চাষী অংশ গ্রহন করেন।