শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পার্বতীপুর ইউনিয়ন পরিষদের সামনে কম্বল বিতরণীতে প্রধান অতিথি ছিলেন, পাবর্তীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। উপস্থিত ছিলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের এডমিন কামাল বারুদ, প্রকল্প কর্মকর্তা আলতাফুর রহমান, কারিগরি কর্মকর্তা আবুল কালাম আজাদ, শাখা ব্যবস্থাপক আবুল বাসার, সংরক্ষিত মহিলা সদস্য জুলেখা খাতুন, ডাসকো ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী জিন্নাহ ।
উল্লেখ্য, আন্তর্জাতিক দাতা সংস্থা হেকর্স ইপারের আর্থিক সহায়তায় ও ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে পার্বতীপুর ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রান্তিক পর্যায়ের পাঁচশ জনকে কম্বল বিতরণ করা হয় ।