বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে রহনপুর এবি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। উদ্বোধনী খেলায় প্রিমিয়ার পার্বতীপুর, বোয়ালিয়া বুল্সকে ৩-১ গোলে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন লোলীন, সামন্ত ও যোগেন সরেন এবং পরাজিত দলের পক্ষে একমাত্র গোলটি করেন জহিরুল ইসলাম।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাইরুল ইসলাম, রহনপুর পৌর মেয়র তারেক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার কেএম আলমগীর কবীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাবেক পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির প্রমূখ। আজকের বৃহস্পতিবার খেলায় গর্জিয়াস গোমস্তাপুর-বাঙ্গাবাড়ী বার্ণাসের মোকাবিলা করবে। উল্লেখ্য, টুর্নামেন্টে রহনপুর পৌরসভাসহ ৮টি ইউনিয়নের মোট ৯টি দল অংশ নিচ্ছে।