বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে রহনপুর রেঞ্জার্স । গতকাল বুধবার বিকেলে রহনপুর এবি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ২য় সেমিফাইনাল খেলায় তারা প্রিমিয়ার পার্বতীপুরকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
বিজয়ীদলের সুবাস ও নিপু সরেন ১টি করে এবং পরাজিত দলের রুবেল একমাত্র গোলটি করেন। খেলায় রহনপুর রেঞ্জাসের্র নিপু সরেন সেরা খেলোয়াড় নির্বাচিত হন। মাঠে প্রধান অতিথি হিসেবে খেলা দেখতে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আলমগীর কবীর এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, সহকারী পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) এটিএম মাইনুল ইসলাম, রহনপুর ইউপি চেয়ারম্যান সাজাহান আনসারী মামলত, পাবর্তীপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, গোমস্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির বিশ্বাস। খেলায় পরিচালনা করেন সারওয়ার জাহান সুমন । আগামী ৯ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে । ফাইনাল খেলায় রহনপুর রেঞ্জার্স- রহনপুর কিংসের মুখোমুখি হবে।