গোমস্তাপুরে জব ফেয়ার অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৬, ১২:১৬ পূর্বাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। সিএমইএস আলিনগর ইউনিটের উদ্যোগে ও কমনওয়েলথ অফ ল্যার্নিং (কুল) প্রজেক্টের আওতায় গার্মেন্টস ব্যবসায়ী মালিক ও গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষার্থীদের নিয়ে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
ইউনিটের হিসাব রক্ষক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম। সভায় বক্তব্য দেন ফ্যাসিলিটেটর পারভীন আক্তার, এলএসজি তাজুল ইসলাম ও গোলাম রাব্বানী, অর্গানাইজার ট্রেড মাসুদ রানা, ব্যবসায়ী মালিক সাইফুল ইসলাম ও প্রজেক্টের প্রশিক্ষন প্রাপ্ত সুলতানা রাজিয়া। পরে প্রধান অতিথি জব ফেয়ারের স্টলগুলো পরিদর্শন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ