শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুইঘন্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, সহকারী নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়ালসহ কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মসূচি পালনকালে নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীরা বলেন সাম্প্রতিক সময়ে এনআইডি সেবা নির্বাচন কমিশনের আওতা থেকে স্থানান্তর ও বাস্তবায়ন হলে নাগরিকদের এনআইডির তথ্য সুরক্ষা ও গোপনীয়তা প্রশ্নবিদ্ধ হবে।
এছাড়াও সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্তাবধান, নির্দেশ ও নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের উপর দেয়া হয়েছে। তাই জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধিনে রাখার জন্য জোর দাবি জানান ।