গোমস্তাপুরে জাতীয় সংগীত বহাল রাখার দাবিতে বীরমুক্তিযোদ্ধাদের মানববন্ধন

আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪, ৯:২৭ অপরাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে বীরমুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাঙ্গাবাড়ী ইউনিয়ন কমান্ড আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাদেরুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আজাহার আলী মন্ডল, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মাস্টার,আব্দুল মান্নান, তোজ্জামেল হোসেন সাপাটু, বীরমুক্তিযোদ্ধা সন্তান মাইনুল ইসলামসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের নেতাকর্মীরা।

মানববন্ধনে বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের নেতাকর্মীরা অন্তবর্তীকালীন সরকারের কাছে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বহাল রাখার জোর দাবি জানান।#

এ বিভাগের অন্যান্য সংবাদ