বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
নানা কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জুন) বেলা এগারোটায় এ সপ্তাহের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. সাদেকুল বারি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাবুল আকতার, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা.ইসমাইল হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। গত ৭ থেকে ১৩ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী পুষ্টি সপ্তাহের নানা কর্মসূচী পালন করবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।