সোমবার, ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা জামায়াতের নায়েবে আমির মওলানা আবদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের যোগিবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) এসএম জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা পুলিশের একটি দল ওই গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই জামায়াত নেতা গোমস্তাপুর থানায় দায়েরকৃত একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।