গোমস্তাপুরে জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালন

আপডেট: মে ৩১, ২০২৩, ১:০১ পূর্বাহ্ণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৩০ মে) বিকেলে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রহনপুর টেলিফোনে অফিসের সামনে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোয়াজ্জেম হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন রহনপুর পৌর বিএনপি আহবায়ক এনায়েত করিম তৌকি, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল ইসলাম সেন্টু, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বিএনপি নেতা ও সাবেক আলিনগর ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, রহনপুর পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন ও সাদেক হোসেন, বিএনপি নেতা শহিদুজ্জামান বাবলু, রফিকুল ইসলামসহ অন্যরা। আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ