মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেএসসিতে ৪৯৪, জেডিসিতে ২৫, পিইসি ২২৮ ও ইবতেদায়ীতে ৫ জন জিপিএ-৫ পেয়েছে। জেএসসিতে ৫৪টি জিপিএ-৫ পেয়ে উপজেলায় শীর্ষে রয়েছে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়। ৫২টি জিপিএ-৫ পেয়ে ২য় অবস্থানে রয়েছে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়। এ ছাড়া ৪৯ টি জিপিএ-৫ পেয়ে ৩য় স্থানে রয়েছে খোলসি উচ্চ বিদ্যালয়। জেডিসিতে ৯টি জিপিএ-৫ পেয়ে উপজেলায় শীর্ষে রয়েছে প্রসাদপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসা। ৫টি জিপিএ-৫ পেয়ে ২য় অবস্থানে রয়েছে চৌডালা দাখিল মাদ্রাসা। এ ছাড়া ৩টি করে জিপিএ-৫ পেয়ে যৌথভাবে ৩য় স্থানে রয়েছে ইসলামপুরগঞ্জ দাখিল মাদ্রাসা ও নন্দলালপুর দাখিল মাদ্রাসা।