গোমস্তাপুরে ট্রাক-ভটভটির সংঘর্ষে নিহত এক

আপডেট: মে ৬, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আড্ডা-সরাইগাছী আঞ্চলিক সড়কে মালবাহী ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে ভটভটির চালক নিহত হয়। নিহত চালক উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের দোষীমনি কাঁঠাল গ্রামের বাসিন্দা মাইনুল ইসলামের ছেলে মোজাম্মেল হক বাবু (২৭)। সোমবার (৬ মে) সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে নঁওগার পোরশা উপজেলার সরাইগাছী দিকে আসা ১টি মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা ভটভটির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভটভটির চালক মোজাম্মেল হক বাবু মারা যায়। এই ঘটনার পর ট্রাকের চালক ট্রাক রেখে পালিয়ে যায়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।

Exit mobile version