গোমস্তাপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ১৬, ২০২৫, ৯:১১ অপরাহ্ণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজে তারুণ্যের উৎসব পালিত হয়েছে। এই উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ওই কলেজে চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।

ড. আতিকুর রহমানের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, রহনপুর ইউসুফ আলি সরকারী কলেজের প্রভাষক আহসানুল্লাহ সোহেল, সফল উদ্যোক্তা রফিকুল ইসলাম ও শরিফুল ইসলাম। বক্তব্য শেষে প্রধান অতিথি কলেজ চত্বরে দিনব্যাপি উদ্যোক্তা মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ