গোমস্তাপুরে দুইদিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

আপডেট: জানুয়ারি ২৯, ২০২৪, ৩:০১ অপরাহ্ণ


গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। সোমবা (২৯ জানুয়ারি)র সকালে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুইদিনব্যাপি এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।

পরে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ অন্যরা। উল্লেখ্য, বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবিত সরঞ্জাম ১৫টি স্টলে প্রদর্শন করছেন ।

এ বিভাগের অন্যান্য সংবাদ