মঙ্গলবার, ২ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ১৭ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকসেবনের দায়ে দুইজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আলমগীর কবীর এ সাজা প্রদান করেন।
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, গত মঙ্গলবার রাতে রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার এমারত আলীর ছেলে জসিম (২১) ও আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামের মৃত দাউদ আলীর ছেলে নাজমুলকে (৩৫) মদ্যপ অবস্থায় আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত জসিমকে ৩ মাস বিনাশ্রম কারাদ- ও নাজমুলকে ৩ হাজার টাকা অর্থদ- প্রদান করেন।