মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্কুল পর্যায়ে পানি, পয়ঃনিষ্কাশন ও পরিচ্ছন্নতা গুরুত্ব ও সম্প্রসারণ কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাকক্ষে কারিতাস রাজশাহী অঞ্চল ও ওয়াশ এনডিসি প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ডেনিস সি বাস্কের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আলমগীর কবীর। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নেসা বাবলী, উপজেলা প্রকৌশলী সাইদুল ইসলাম, কারিতাসের ফিল্ড অফিসার মোজাম্মেল হক, কর্মসূচি কর্মকতা জিল্লুর রহমান, জুুনিয়র প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান খান ও তাইবুর রহমানসহ শিক্ষক শিক্ষার্থীরা। কর্মশালায় স্কুল পর্যায়ে ওয়াশের গুরুত্ব, বর্তমান অবস্থা এবং স্বাস্থ্যবিধি চর্চা বৃদ্ধি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টিতে ব্লু-স্কুলের প্রভাব সম্বন্ধে আলোচনা করা হয়।