গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট: অক্টোবর ২৩, ২০২১, ৯:১২ অপরাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর ইউনিয়নের তেঁতুলতলায় তের মাস বয়সী শিশু বাড়ির আঙিনায় পানি রাখা চাড়িতে পড়ে মারা গেছেন। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম রুমানা। শিশুটি ওই এলাকার বাসিন্দা রাসেলের মেয়ে।

পরিবার ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার দুপুরের কোন এক সময় পরিবারের অগোচরে শিশুটি হামগুড়ি দিয়ে বাড়ির আঙিনায় রাখা পানির চাড়িতে পড়ে ডুবে মারা যান।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ