রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুরে প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চুরির মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলার ঘটনায় ২১ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম শুক্রবার (১ নভেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুরে আসামি ধরতে গেলে হামলার শিকার হয় পুলিশ। এরপর রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে আটক করা হয়। এর আগে সন্ধ্যায় বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মিন্টু রহমানকে একটি চুরির মামলায় গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। মিন্টু রহমানের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। হামলায় ছয় পুলিশ সদস্যসহ তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হন। আহত ব্যক্তিরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ সুপার রেজাউল করিম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ২১ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু সরকারকে আটক করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হন। এতে দুইজন পুলিশ কর্মকর্তাসহ ৭জন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় পুলিশের একজন উপপরিদর্শক বাদী হয়ে গোমস্তাপুর থানায় শুক্রবার একটি মামলা দায়ের করেছেন বলে জানান থানার ডিউটি অফিসার এসআই মামুন।