রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের পোশাকে এক মুরগী ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে রহনপুর-গোমস্তাপুর আঞ্চলিক সড়কের শিমুলতলায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার মুরগী ব্যবসাযী নাচোল উপজেলার ধানসুরা গ্রামের আব্দুর রশীদের ছেলে ওবাইদুল ইসলাম ( ৩০)।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে ওই সড়ক দিয়ে অটোভ্যানে মুরগী আনতে গোমস্তাপুরে যাচ্ছিলেন। পথে শিমুলতলা এলাকায় পুলিশ পরিচয় দিয়ে ৪ জন তার গতিরোধ করে । এ সময় তাঁর কাছে জাল টাকা আছে বলে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাই শেষে দূর্বৃত্তরা তাঁকে থানায় যোগাযোগ করতে বলেন। ওই ৪ জনের মধ্যে ২ জনকে পুলিশের পোশাকে ও দুইজনে সাধারণ পোশাকে দেখতে পান।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ভুক্তভোগীর কোন অভিযোগ আমরা এখনো পায়নি। তবে ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।