গোমস্তাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তার উদ্বোধন

আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৬, ১২:১০ পূর্বাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় রহনপুর ফায়ার সার্ভিস স্টেশন চত্ত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর ইউপি চেয়ারম্যান সাজাহান আনসারী মামলত।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস ও ইউএনও কেএম আলমগীর কবীর। বক্তব্য দেন, ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক আহসানুল কবীর গোমস্তাপুর থানার ওসি শেখ শাহিন কামাল, আওয়ামী লীগ নেতা আবদুল আজিজ, গোলাম রাব্বানী বিশ্বাস, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার প্রমুখ। ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে স্থানীয় কর্তৃপক্ষ সপ্তাব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ