গোমস্তাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ১৬, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে টিভি, ফ্রিজ কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে রহনপুর এবি মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ১৪ টি ফুটবল দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় গোমস্তাপুর ফুটবল দল বনাম আলিনগর ফুটবল দল অংশ নেন। এছাড়া অন্য খেলায় চৌডালা ফুটব দল বনাম ফোকলোর আইটি রহনপুর, কাকল কলেজ ফুটবল দল বনাম মেঘনা যুব সংঘ অংশ নেন।

প্রসঙ্গত, এই এলাকার ফুটবল খেলাকে সামনের দিকে অগ্রসরে ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষার্থে রহনপুর প্রভাতী ফুটবল দল এই টুনার্মেন্টের আয়োজন করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ