রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত সোমবার (১৩ মে) দিবাগত রাত তিনটার দিকে গোমস্তাপুর ইউনিয়নের অভিমান্যপুর গ্রামের মন্ডল অটো রাইস মিলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি শিবগঞ্জ কালিগঞ্জ পাইকারাটোলা গ্রামের এরফান আলীর ছেলে কামরুজ্জামান (৪০)।
রহনপুর তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক জানান, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর-ভোলাহাট সড়কের অভিমান্যপুর গ্রামের মন্ডল অটো রাইস মিল এন্ড ফুড ইন্ডাস্ট্রিজের সামনে থেকে কামরুজ্জামানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় ৪০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন আটক কামরুজ্জামানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।