গোমস্তাপুরে বন্ধন সমিতির শীতবস্ত্র বিতরণ

আপডেট: জানুয়ারি ১৫, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি  



চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের ত্রান তহবিল থেকে বন্ধন সমিতির সহযোগিতায় অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের দেওপুরা মোড়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইউপি সদস্য গোলাম রাব্বানী মুন্টুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর মহন্ত এস্টেটের মহন্ত মহারাজ ক্ষিতিস চন্দ্র আচারী। বক্তব্য দেন পাবর্তীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন, বন্ধন সমিতির সভাপতি রতন সর্দার, সাধারণ সম্পাদক শ্রী সুমারী, ইউপি সদস্য আব্দুস সাত্তার, অর্থ সম্পাদক শ্রী পঁচা ও ক্রীড়া সম্পাদক ছবিলাল । সভা শেষে এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং প্রয়াত চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মরহুম জাহিদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করা হয়।