গোমস্তাপুরে বিএনপি’র সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

আপডেট: জুলাই ২১, ২০১৭, ১২:৫৩ পূর্বাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ও পৌর বিএনপির পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্ত্বর সংলগ্ন মিল চাতালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাইরুল ইসলাম। বক্তব্য দেন বিএনপি নেতা আবদুুস সামাদ আজাদ, আসাদুল্লাহ আহমদ, মোয়াজ্জেম হোসেন, অ্যাড. নুরুল ইসলাম সেন্টু, এনায়েত করিম তোকি, মতিউর রহমান মতি, শরিফুল ইসলাম শরিফ, প্রভাষক শফিকুল ইসলাম, যুবদল নেতা আসলাম আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রবীণ বিএনপি নেতা আবদুুস সামাদ আজাদের সদস্য পদ নবায়ন ও রহনপুর বাজার এলাকার ইসাহাক আলী খানকে নতুন সদস্য পদ প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ