গোমস্তাপুরে বিদেশ-ফেরতদের পুণরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা

আপডেট: ডিসেম্বর ৫, ২০২৪, ৭:৫৯ অপরাহ্ণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদেশ-ফেরতদের পুণরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইমপ্রুভড সাসটেইনেবল অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের চাঁপাইনবাবগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মোমেনা খাতুন।

প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। স্বাগত ও প্রেজেন্টেশন মাধ্যমে বক্তব্য দেন মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার এমআরএসসি জেলা সমন্বয়ক আশিকুজ্জামান। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাস,প্রত্যাশা প্রকল্পের সুবিধাভোগী বোয়ালিয়া ইউনিয়নের সাবেরা বেগম ও নাজিরা বেগম। এতে সরকারী ও বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয় ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ থেকে ৬২ হাজার ৯৩৩ জন বিদেশ গেছেন। গোমস্তাপুর উপজেলায় এই প্রকল্প ৪ টি ইউনিয়নে চলমান রয়েছে। মাইগ্রেশন প্রকল্পের কার্যক্রমে স্বেচ্ছাসেবক, বিদেশ ফেরত চিহ্নিতকরণ, প্রোফাইলিং তৈরি, মনোসামাজিক সেবা, অর্থনৈতিক ও সামাজিক পুনরেকত্রীকরণ সহায়তা, সচেতনতা, ক্যারিয়ার কাউন্সেলিং, উদ্যোগক্তা উন্নয়ন ও বাজার ভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ, রেফারেল সেবা, উঠান বৈঠক, ইউনিয়ন কর্মশালা, প্রবাস ফোরাম, স্কুল কুইজ কাজ করে যাচ্ছে।

কর্মশালায় আরো জানানো হয়, এক কোটির বেশি বাংলাদেশি কাজ করেন প্রবাসে। প্রতিদিন নতুন করে হাজারো মানুষ যেমন বিদেশে কাজ করে যাচ্ছেন,তেমনি অনেকে স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে ফেরত আসছেন। এ সকল বিদেশ-ফেরত মানুষদের পাশে দাঁড়াতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে প্রত্যাশা-২ প্রকল্প।

এর আওতায় দেশের ১৫টি জেলায় মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার (এমআরএসসি) প্রতিষ্ঠা করা হয়েছে। যারা ২০২০ সালের ১ এপ্রিলের পর বিদেশ থেকে ফিরে এসেছেন তারাই এই সুবিধা পাবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ