গোমস্তাপুরে বিপ্লবও সংহতি দিবস পালিত

আপডেট: নভেম্বর ৮, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে । শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে পার্বতীপুর ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের আয়োজনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি পার্বতীপুর ইউনিয় পরিষদ চত্বর থেকে বের হয়ে ওই এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্বতীপুর এসবি কলেজ প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। গোমস্তাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য সাদেকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সিহাবুল হক (হুদা), ৮ নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য রবিউল ইসলাম, ও টিপু সুলতান, বিএনপি নেতা বাইরুল ইসলাম, আব্দুল লতিফ মোসাদ্দেক হোসেন, রবিউল ইসলাম, ইসরাইল হোসেন, আশরাফুল ইসলাম প্রভাষক, আশরাফুল ইসলাম,শফিকুল ইসলাম ইয়াসিন আলী প্রমূখ।

এ সময় ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ