গোমস্তাপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

আপডেট: মার্চ ২৩, ২০২৩, ১১:২০ অপরাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে শোভাযাত্রাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বের হয়ে রহনপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ। এতে স্বাগত বক্তব্য দেন যক্ষ্মা ও পুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মকর্তা রমজান আলী শেখ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ইসমাইল হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ