বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে আলোচনাসভা, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অনান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নিশাত আনজুম অনন্যা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, রহনপুর পৌরসভার সাবেক কমান্ডার ও সেনা সার্জেন্ট বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী কামাল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম।
এ সময় সরকারী কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে সকল শহীদদের স্মরণে দোয়া করা হয়।